জার্মানিতে সীসা বারে গুলিতে ৮ জন নিহত

জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের কাছে হানাউ শহরে দুষ্কৃতিকারীদের গুলিতে কমপক্ষে ৮ জনের নিহত হয়েছে। সন্দেহভাজন দূস্কৃতিকারীর একাধিক ছিল।

বুধবার গভীর রাতে পশ্চিমাঞ্চলীয় শহর হানাউতে গুলিতে বেশ কয়েকজন মারা গেছে এবং বহু আহত হয়েছে বলে জার্মান পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

ঘটনার পেছনের উদ্দেশ্য তাত্ক্ষণিকভাবে পরিষ্কার করা যায়নি, জানিয়েছে স্থানীয় পুলিশ ।

Travelion – Mobile

জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে যে কমপক্ষে আট জন প্রাণ হারিয়েছে, অন্য পাঁচজন আহত হয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, নগরীর বিভিন্ন স্থানে দুটি শীশা বারে গুলির ঘটনাহয়েছে।


দুষ্কৃতীরা হানাউর শহরতলিতে প্রথম শিশা বারে গুলি চালিয়ে তিন জনকে হত্যা করেছে বলে জানা গেছে। এরপরে তারা ক্যাসেলস্ট্যাড্টের আশেপাশে চলে যায় এবং দ্বিতীয় শীশা বারে গুলি চালায়, যেখানে পাঁচজন মারা যায়।

পুলিশ সন্দেহভাজন হামলাকারীদের সন্ধান করছে, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। তাদের সংখ্যা অনেক বেশি রয়েছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য স্পষ্ট ছিল না।

হানাউ ফ্রাঙ্কফুর্টের প্রায় ২৫ কিলোমিটার পূর্বে হেসে রাজ্যের এক লক্ষ বাসিন্দার একটি শহর।

এদিকে ল্যাম্বয় জেলায় তৃতীয় গুলির ঘটনার খবর স্থানীয় টিভি হেসিশার রুনডফঙ্ক জানিয়েছেন, তবে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!