জার্মানিতে লুফথানসার পাইলটদের ধর্মঘট, ৮০০ ফ্লাইট বাতিল

বেতন বৃদ্ধির দাবিতে পাইলটদের ধর্মঘটে একদিনে জার্মানির বৃহত্তম ও ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বিমানসংস্থা লুফথানসা কর্তৃপক্ষ ৮০০ ফ্লাইট বাতিল করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত এক লাখ ৩০ হাজার যাত্রী।

শুক্রবার কর্তৃপক্ষ এসব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়। খবর রয়টার্সের।

বুধবার ভেরিনিগুং ককপিট (ভিসি) ইউনিয়ন জানায়, বেতন নিয়ে আলোচনায় তারা ব্যর্থ হয়েছেন এবং লুফথানসার পাইলটরা বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এতে যাত্রী ও পণ্যবাহী কার্গো উভয় পরিষেবা বিঘ্নিত হবে।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : উড়োজাহাজে ‘অস্বাভাবিক’ গন্ধে হুলুস্থুল কাণ্ড!

ভিসির দাবি, এ বছর পাঁচ হাজারের বেশি পাইলটের জন্য পাঁচ দশমিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে ক্ষতিপূরণ দিতে হবে।

লুফথানসা কর্তৃপক্ষ বলছেন, ফ্লাইট বাতিল হওয়ায় ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ বিমানবন্দরে প্রভাব পড়বে। এর আগে বৃহস্পতিবার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করার কথা জানা যায়।

লুফথানসার এক মুখপাত্র বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনায় ফিরে আসার আশা করছি। তবে মূল্যস্ফীতির কারণে ক্ষতিপূরণ দাবির বিষয়টি অযৌক্তিক মনে করেন তিনি।

লুফথানসা ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইনস গ্রুপ এবং এটি ইউরোউইংস, অস্ট্রিয়ান, সুইস এবং ব্রাসেলসেও ফ্লাইট পরিচালনা করে।

আরও পড়তে পারেন : আকাশেই ককপিটে ২ পাইলটের মারামারি, অতঃপর বরখাস্ত!

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!