জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের নতুন সংগঠন ‘আসল ঠিকানা’

জার্মানির ভ্যাবারিয়া প্রদেশের রেগেন্সবুর্গে প্রবাসী বাংলাদেশিরা ‘আসল ঠিকানা’ নামে একটি নতুন সংগঠন করেছে।

সংগঠনটির অভিষেক উপলক্ষে সম্প্রতি স্থানীয় একটি হলে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি বুলবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিশু শিক্ষা বিষয়ক গবেষক কামরুজ্জামান প্রধান অতিথি এবং জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটন বিশেষ অতিথি ছিলেন।

Travelion – Mobile

শাওন মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানায় জার্মানিতে জন্মগ্রহণ করা ছোট সোনামণিরা।

আছফি ভূঁইয়ার পবিত্র কোরআন তেলওয়াত মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠন গঠনের কারণ উল্লেখ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শাহাদত হোসেন, হাশেম মোহাম্মদ, মহিউদ্দিন মজুমদার, শওকত খান, মাসুদুর রহমান, শহিদুল আলম মামুন ও সংগঠনের প্রধান সমন্বয়ক জুয়েল ভূঁইয়া।

অতিথিরা তাদের বক্তব্যে মাতৃভাষা বাংলা নতুন প্রজন্মেকে শিখানো ও বাসায় বাংলায় কথা বলার ওপর গুরুত্ব দেন।

সভাপতি তার বক্তৃতায় সংগঠনের গঠনতন্ত্র সবাইকে পড়ে শুনান এবং যারা সদস্য হননি তাদের সদস্য হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!