জর্ডানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের

নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জর্ডানের নতুন পররাষ্ট্র সচিব ড. ইউসেফ বাতাইনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান ।

এ সময় রাষ্ট্রদূত নাহিদা বাংলাদেশের সাথে জর্ডানের চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের নজর এখন বাংলাদেশের দিকে রয়েছে। রাজনৈতিক পরিবেশ, দক্ষ শ্রম ব্যবস্থা, অনুকুল আবহাওয়ার কারণে বাংলাদেশ এখন ব্যবসার জন্য উপযুক্ত।

তিনি জর্ডানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত নাহিদা উভয় দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য জোরদার করার বিষয়টি পররাষ্ট্র সচিবের বরাবরে তুলে ধরেন।

Travelion – Mobile

নবনিযুক্ত জর্ডানের পররাষ্ট্র সচিব ড. ইউসেফ বাতাইন বাংলাদেশের রাষ্ট্রদূতের সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি উভয় দেশের সম্পর্ক আরও যাতে সুদৃঢ় হয় তার জন্য চেষ্টা চালাবেন বলে অভিমত ব্যক্ত করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!