জর্ডানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা

জর্ডানে চলমান করোনা পরিস্থিতিতে ব্যক্তিগত সুরক্ষা, সরকারি আইন মেনে চলা এবং চাকরির বৈধতা নিশ্চিতকরণে প্রবাসী বাংলাদেশীদের সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়।

জর্ডান সরকারের শ্রম মন্ত্রণালয়ের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দদুল্লাহ আল জাবর কর্মশালায় প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় জর্ডান সরকারের আইন, কভিড১৯ সংক্রান্ত ব্যক্তিগত সুরক্ষা ও সর্বোপরি স্থানীয় আইনসমূহ ও নিয়ম মেনে চলার বিষয় তুলে ধরেন।

তিনি প্রবাসীদের বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

Travelion – Mobile

জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোহবান এবং দূতাবাসের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!