জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

উপপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

জর্ডানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশটির সাবেক ক্রাউন প্রিন্স হামজা বিন হুসেন বিদেশিদের সঙ্গে হাত মিলিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৪ থেকে ১৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানায়নি জর্ডানের কর্তৃপক্ষ।

গতকাল রোববার (৪ এপ্রিল) জর্ডানের উপপ্রধানমন্ত্রী আয়মান সাফাদি টেলিভিশনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ ও তথ্য তুলে ধরেন। তার দাবি, তদন্তে জর্ডানকে অস্থিতিশীল করার যুতসই সময় নিয়ে বিদেশিদের সঙ্গে যোগাযোগের বিষয়টি উঠে এসেছে। হামজার স্ত্রীর সঙ্গে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা যোগাযোগ করেছে। এই দম্পতির জর্ডান ছাড়ার জন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করার বিষয় নিয়ে আলোচনার জন্য এ যোগাযোগ।

সাবেক ক্রাউন প্রিন্স হামজা বিন হুসেন কিছু সময়ের জন্য তদন্তাধীন ছিলেন বলে উল্লেখ করে উপপ্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে এসব কর্মকাণ্ড-তৎপরতা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করার মতো পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তাই বিষয়টি পরিবারের গণ্ডির মধ্যে রেখে এ নিয়ে হামজার সঙ্গে সরাসরি কথা বলাটাকেই উত্তম বলে সিদ্ধান্ত নেন বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।

Travelion – Mobile

উপপ্রধানমন্ত্রীর ভাষ্য, বিষয়টি পরিবারের ভেতরে রেখে উদ্ভূত সংকট সমাধানের জন্য চেষ্টা চলছে। কিন্তু হামজা এ কাজে সহায়তা করছেন না। প্রিন্স হামজা বিন হুসেন জর্ডানের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা ও হয়রানির অভিযোগ তুলে আসছিলেন।

গত শনিবার বিবিসিকে পাঠানো ভিডিওতে প্রিন্স হামজা।অভিযোগ করেন, তাঁকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এদিনই দেশটির সেনাপ্রধান তাঁর সঙ্গে দেখা করেন। সেনাপ্রধান বলেন, তাঁকে বাইরে বের হতে দেওয়া হবে না। অন্য লোকজনের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হবে না।

হামজা অভিযোগ করেন, তাঁর অনেক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নিরাপত্তাব্যবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাঁর ইন্টারনেট ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

বাদশাহ ও সৎভাই দ্বিতীয় আবদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন হামজা। অন্যদিকে জর্ডানের সেনাবাহিনী প্রিন্স হামজাকে গৃহবন্দী করে রাখার কথা অস্বীকার করে।

গত শনিবার সেনাবাহিনী বলে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে, এমন যেকোনো কোনো আচরণ বন্ধ করার নির্দেশ দিয়েছে তারা। এ ব্যাপারে তারা হামজাকে সতর্ক করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!