জর্ডানের বর্ডারগুলো রমজানের পর পর্যন্ত বন্ধ থাকবে

করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা জর্ডানের বর্ডারগুলো ঈদের আগে আর খুলছে না।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাদ জাবের আজ সন্ধ্যায় আল আরবিয়াকে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, রমজানের পর পর্যন্ত জর্ডানের বর্ডারগুলো বন্ধ থাকবে।

জাবের বলেছেন,”আমি আশা করি রমজানের মাঝামাঝি সময়ে জীবন স্বাভাবিক হয়ে উঠবে।”

Travelion – Mobile

এদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী-আরব আর্মি (জেএফ) জনগণের চলাচল পর্যবেক্ষণ করতে এবং কারফিউ চলাকালীন নিয়মগুলি অনুসরণ করছে তা নিশ্চিত করার জন্য ড্রোন ব্যবহার শুরু করছে।

জাতীয় নিরাপত্তা ও সঙ্কট ব্যবস্থাপনার কেন্দ্রে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের গণমাধ্যম বিষয়ক প্রতিমন্ত্রী আমজাদ আদায়েলে এ থ্য জানিয়েছেন।

তিনি বলেন, কয়েকটি গ্রামে নাগরিকদের নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন যে, জর্দানের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সংখ্যা ৩২৬ জনে পৌঁছেছে। এর মধ্যে শনিবার নতুন ১৩ জন শনাক্ত হয় এবং ১৬ জনকে সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!