চার্টার্ড ফ্লাইটে কোরিয়া ফেরত ৩ বাংলাদেশি শিক্ষার্থীর করোনা পজিটিভ

বাংলাদেশ থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দক্ষিণ কোরিয়া ফেরত ৩ বাংলাদেশি শিক্ষার্থীর করোনা পজিটিভ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এয়ার গ্যালাক্সি’র ব্যবস্থাপনায় প্রথম চার্টার্ড ফ্লাইটটি দেশে আটকেপড়া দুই শতাধিক যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছে। এর মধ্যে কোরিয়াপ্রবাসী বাংলাদেশি ইপিএস কর্মী, শিক্ষার্থী ও অন্যান্য পেশাজীবি এবং কোরিয়ান নাগরিক ছিলেন।

বিশেষ ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে শুধুমাত্র জেজু হাল্লা বিশ্ববিদ্যালয়ের ১৮ জন ছাত্রের করোনা টেস্ট করার পর ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Travelion – Mobile

এছাড়া ১ জন সন্দেহজনককে পুনরায় পরীক্ষা করানোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ১৪ জনের করোনা নেগেটিভ এসেছে ।

জানা গেছে, ঢাকা থেকে সিউলের ইনছন বিমানবন্দরে পৌঁছানোর পর করোনা ট্যাক্সি করে খিম্পু এয়ারপোর্টে আসার পর চারটি ভিন্ন ফ্লাইটে জেজু দ্বীপে আসে বাংলাদেশি শিক্ষার্থীরা। তাই এইসব বিমানের অন্য যাত্রীরা শনাক্ত তিন শিক্ষার্থীর সংস্পর্শে এসেছের কিনা তা খতিয়ে দেখছে স্বাস্থ্য বিভাগ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!