চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীদের সহায়তায় এ্যাম্বুলেন্স সেবা চালু

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের সহায়তায় শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই এ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে মহানগরসহ চট্টগ্রাম জেলার সব কয়টি উপজেলায় সাশ্রয়ী ভাড়ার বিনিময়ে বিদেশ থেকে আসা প্রবাসী বা তার পরিবারের সদস্যদের মরদেহ পরিবহন করা যাবে।

এছাড়া অসুস্থ প্রবাসী কর্মী ও তাদের পরিবারের অসুস্থ সদস্যদের পরিবহন ও নিকটস্থ হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও এই এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবহার করা যাবে।

Travelion – Mobile

এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবহারের জন্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের, টার্মিনাল ভবনের ২য় তলায় প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট ইনচার্জের সঙ্গে যোগোযোগ করতে হবে।
শিফট ইনচার্জের ফোন নাম্বারগুলো হচ্ছে ০২-৩৩৩৩০০৯৫৭, ০১৭১৯৫৫২৩২৬ এবং ০১৭৫৮০২৬২৬২।

এ ছাড়াও নগরের আগ্রাবাদে সরকারি কার্যভবন-২-এ অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালকের সঙ্গে ০২-৩৩৩৩২১৬৩৯ বা ০১৭৩০১৭৮৭৮৩ ফোনে যোগোযাগ করে এ্যাম্বুলেন্স সার্ভিস নিতে পারবেন প্রবাসী বা তার পরিবার ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!