গ্রিসে ‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপন

গ্রিসে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানী এথেন্সে দূতাবাসের হলরুমে ঐতিহাসিক দিনটি স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের সকল সদস্য উপস্থিত ছিলেন।

গ্রিস প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

আলোচনার শুরুতে ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনানো হয়।

‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা
‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা

দূতাবাসে মিনিষ্টার মোহাম্মদ খালেদ, প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, প্রশাসনিক কর্মকতা মোহাম্মদ জামাল উদ্দিন, প্রবাসী সংগঠক লোকমান উদ্দিন বক্তব্য রাখেন।

বক্তারা ‘জাতীয় সংবিধান দিবস’-এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করেন। তারা, যেকোনো পরিস্থিতিতে মহান সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ তাঁর বক্তব্যে জাতীয় সংবিধান দিবসকে বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেন এবং এর গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যা স্বল্পতম সময়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রচিত হয়েছিল।

‘আমাদের সংবিধান আমাদের গর্ব, এর মর্যাদা অক্ষুন্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব, রাষ্ট্রদূত যোগ করেন ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!