গ্রিসে অভিবাসী-পাচার চক্রের ৩৬ সদস্য গ্রেপ্তার

গ্রিসে অভিবাসী-পাচার প্রতিরোধ অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ ।

আটকদের মধ্যে বেশকিছু বাংলাদেশি আছে বলে নানা সূত্রে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায় নি।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

শুক্রবার গ্রিক পুলিশ, অ্যাটিকা, থেসালোনিকি এবং ইলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ অভিবাসীদের পাচার এবং জাল ভ্রমণ নথি তৈরি করার অভিযোগে একটি রিং ভেঙে দিয়েছে।

২০০ জন অফিসারের অংশগ্রহণে অভিযানে, অপরাধী চক্রের সদস্য হিসেবে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রিক পুলিশের মতে, চক্রটি নগদ অর্থের জন্য ২,৫০০টিরও বেশি বৈধকরণ নথি প্রদান এবং ৮,০০০ টিরও বেশি জাল ভ্রমণ নথি তৈরিতে কমপক্ষে ২,২০০ বিদেশীকে গ্রিসে এবং সেখান থেকে পাচারের সঙ্গে জড়িত ছিল।

একই সময়ে, এখন পর্যন্ত, পুলিশ প্রচুর পরিমাণে জাল নথি এবং তাদের উত্পাদনের জন্য উপকরণসহ ৫টি ওয়ার্কশপ এবং সেইসাথে ১০টি অ্যাপার্টমেন্ট খুঁজে পেয়েছে যেখানে পাচারের অপেক্ষায় থাকা অভিবাসীদের রাখা হয়েছিল।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!