গাফফার চৌধুরীর স্মরণে যুক্তরাজ্যের বরিশালবাসী

কিংবদন্তি সাংবাদিক, লেখক, কলামিস্ট অমর একুশে গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” এর রচয়িতা,বরিশালের কৃতি সন্তান আবদুল গাফফার চৌধুরীর স্মরণে যুক্তরাজ্য বসবাসরত বরিশালবাসীর উদ্যগে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান পূর্ব লন্ডনের রকফোর্ড রোডের মেনরপার্ক এলাকায় “চাই নান” রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ডক্টর বি এম রাজ্জাকের সভাপতিত্বে ও আতিয়ার রসুল কিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর দেওয়ান মাহমুদুল হক প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

সভার শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন ইউসুফ আলী পলাশ। সবশেষে দোয়া পরিচালনা করেন ডাক্তার মোহাম্মদ হোসেন।

Travelion – Mobile

আলোচনায় অংশ নেন নিউহ্যাম কাউন্সিলর মজিবুর রহমান,রেডব্রিজের কাউন্সিলর ফয়জুর রহমান, একাউন্টেন্ট সৈয়দ আরিফ হোসেন।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, নিউহ্যাম বাংলাদেশ কনিউনিটির সভাপতি রাব্বির হোসেন, কামাল হোসেন, জিয়াউল কামরুল, মনির হোসেন মুহিত,মেহেদী হাসান,ইতালিয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ,গৌরব’৭১ এর সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা,সর্ব ইউরোপ আওয়ামী সোসাইটির সাধারণ সম্পাদক হাসিব চৌধুরী,যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম।

উপস্থিত ছিলেন, মামুন আহসান, সরদার মিজানুর রহমান বাবুল, গাজী রফিক, জাহাঙ্গীর হোসেন,মহিউদ্দিন আহাম্মেদ,মোহসিন সিকদার বাবুল, গোকুল দাস,মাহবুব হোসেন প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!