ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে ওমানের বাহুবল উপজেলাবাসীরা

বাংলাদেশের হবিগঞ্জ জেলার ক্যান্সারে আক্রান্ত ৪ বছরের শিশু তাহমিদ হামিদের পাশে দাঁড়িয়েছে ওমানের প্রবাসী সংগঠন বাহুবল উপজেলা কল্যাণ পরিষদ। মানবতার সেবায় নিয়োজিত সংগঠনটি তাহমিদের চিকিৎসার জন্য এক লাখ আর্থিক সহায়তা দিয়েছে তার পরিবারকে।

জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের মাহমুদ মিয়ার শিশু সন্তান ক্যান্সারে আক্রান্ত তাহমিদ ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসায় আছে। টেইলারিং পেশায় নিয়োজিত তাহমিদের পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (১৫নভেম্বর) বাহুবল হামিদ নগরে রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আজিজুল হক চৌধুরী শহীদ তাহমিদের বাবা মোহাম্মদ মাহমুদ মিয়ার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন।

Travelion – Mobile

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লাল মিয়া, উপদেষ্টা মুহিবুর রহমান সোহেল তালুকদার, মৌলানা আজিজুর রহমান মানিক, এম এ জলিল তালুকদার, হাজী শামসু মিয়া, ৫ নং লামাতাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, শেখ মোহাম্মদ সায়েস্তা মিয়া, আব্দুর রকিব, সৈয়দ এনামুল হক, এনামুল মমিন চৌধুরী ফারুক ও হাজী শাহিন মিয়া, দুবাই ঐক্য সংস্থার সহ-সভাপতি আবদুল আউয়াল, সংগঠনের সাবেক যুগ্ন আহবায়ক ইসলাম উদ্দিন খান, সদস্য নুরুল ইসলাম ও আব্দাল মিয়া।

তাহমিদ দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে আসবে বলে প্রত্যাশা সবার
তাহমিদ দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে আসবে বলে প্রত্যাশা সবার

আরো উপস্থিত ছিলেন সৈয়দ ওয়াহিদুল রেজা রাজু, আলী মোশাহিদ, সেকুল ইসলাম চৌধুরী শাহা মোহাম্মদ দুলাল, সাংবাদিক শেখ আব্দুল মজিদ, মো. স্বপন মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে এলাকার ব্যক্তিত্বরা বক্তারা বলেন, দেশে আর্ত-মানবতার সেবায় এবং দারিদ্র বিমোচনে বাহুবল উপজেলা কল্যাণ পরিষদের মতো প্রবাসী সংগঠনগুলোর অবদান অনস্বীকার্য। তারা প্রবাসে থেকেও যেভাবে নিজেদের কষ্টার্জিত অর্থ দেশ এবং মানুষের কল্যাণে ব্যয় করেন তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়।

বাহুবল উপজেলা কল্যাণ পরিষদ ওমানের সভাপতি আজিজুল হক চৌধুরী শহীদ বলেন,’আমাদের সংগঠনের প্রধান লক্ষ্যেই মানবতা। আমরা অসহায় প্রবাসীদের পাশাপাশি দেশের দুঃস্থদের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় স্বাক্ষর রেখে যেতে চাই।’

তাহমিদ দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করেন। মাহমুদ মিয়া তার ছেলের চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য বাহুবল উপজেলা কল্যাণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!