কোরিয়ায় ইপিএস কর্মীদের ভিসার মেয়াদ এক বছর বাড়লো

দক্ষিণ কোরিয়ায় ই-৯ ও এইচ-২ ভিসাধারী বাংলাদেশিসহ বিদেশী ইপিএসকর্মীদের ভিসার মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

দেশটির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাদের ভিসার মেয়াদ চলতি বছরের ১৩ এপ্রিল ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে, তাদের ভিসার মেয়াদ এক বছর বৃদ্ধি পাবে। এজন্য বাংলাদেশে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।

সিউলে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপিতে এই তথ্য জানিয়ে বলা হয় কোভিড-১৯ মহামারির কারণে যে সকল ই-৯ ও এইচ-২ ভিসাধারী কর্মীর ভিসার মেয়াদ ৫o দিন ইতােমধ্যে বাড়ানো হয়েছে, তাদের চাকুরি অনুসন্ধানেৱ সময়সীমা যদি ১৩ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হয় তবে, তাঁরাও এর আওতায় পড়বেন।

Travelion – Mobile

যে সকল ই-৯ ভিসাধারী কর্মীর ইতােমধ্যে ৫০ দিনের বর্ধিত ভিসা পেয়েছেন এবং যাঁদের ভিসার মেয়াদ প্রথম তিন বছর বা চার বছর দশ মাস শেষ হবে তাঁরা এ সুবিধার আওতাভূক্ত হবেন।

এই মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে তবে ইপিএস কর্মীর মালিককে নিকটের জব সেন্টার বা ইপিএস ওয়েবসাইটে (www.eps.go.kr) গিয়ে বর্তমান শ্রমচুক্তিতে বাড়তি মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়া শ্রম ঘাটতি দূর করার জন্য সোয়া এক লাখ বিদেশী অভিবাসী কর্মীর থাকার মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!