কুয়েতে প্রবাসী শ্রমিক ঐক্য পরিষদের অভিষেক

প্রবাসী শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্য নিয়ে কুয়েতে যাত্রা শুরু করলো নতুন সংগঠন ‘প্রবাসী শ্রমিক ঐক্য পরিষদ’ ।

মোহাম্মদ বাবুল মিয়াকে সভাপতি ও মীর মোনাছেফকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে সংগঠনটির ১০১ সদস্যের কমিটি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় নতুন কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান ।

সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত ‘শের-ই বাংলা স্মৃতি পরিষদ এবং আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন।

Travelion – Mobile

সাধারণ সম্পাদক মীর মোনাছেফ ও আমিনুল ইসলাম সাইদুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ’ কুয়েতের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হুসেন মৃধা, সংগঠনের উপদেষ্টা কোরবান আলী, আরিফ সাহিন মৃধা, শেখ গিয়াস উদ্দিন ও জাহাঙ্গীর হুসেন লাল।

বক্তব্য দেন আব্দুস সাত্তার তালুকদার, ইদ্রিছ খান, আল মামুন, দেলোয়ার হুসেন ও ফরিদ উদ্দিন।

কুয়েতে শ্রমিক ও বাংলাদেশিদের সমস্যা সমাধান ও কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন সংগঠনটির নেতারা।

খবর সূত্র : আ হ জুবেদ, কুয়েত

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!