কুয়েতে প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্টে ‘জিলিব নাইট রাইডারস’ চ্যাম্পিয়ন

বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতে উদ্যোগে আয়োজিত ‘মুজিববর্ষ বিজয়দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-এ জিলিব নাইট রাইডারস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ওসমানী স্পোর্টিং ক্লাবকে ৯০ রানের ব্যবধানে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।

টসে জিতে ওসামানি স্পোর্টিং ব্যাট করার আমন্ত্রণ জানায় জিলিব নাইট রাইডারসকে। জিলিব নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২২১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায়। জবাবে ব্যাট করতে নেমে উসমানী স্পোর্টিং ক্লাব ১৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হয়।

Travelion – Mobile

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান চ্যাম্পিয়ন ও জয়ী ও রানার্স আপ দলে মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খাঁন পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মূয়াজ্জেম হুসেন ও নাসিমা বেগমের যৌথ সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সেলর মোহাম্মদ আবুল হোসেন ও দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন।

এছাড়াও কুয়েতের সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা যথাক্রমে, ব্রিগেডিয়ার জেনারেল সাফাহ আল-মোল্লা, মুহাম্মদ হুসেন সরখৌহ, সাদ আল-খারিং,কর্নেল ইব্রাহিম আবদুর রাজ্জাক আল-দাই, কর্নেল সোলিমান জাবের আল-সাইদি, সাবাহ আল-নাসের, কাউন্সেলর আবদুল আজিজ জামাল আল-জনাহী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত টুর্নামেন্ট আয়োজক,স্থানীয় নাগরিক, মিডিয়া কর্মীসহ সকল শ্রেনি পেশার প্রবাসী বাংলাদেশিদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে এধরনের আয়োজনে স্থানীয় নাগরিকদের বড় সমর্থন ছিল। কাজেই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

জাতির জনক বঙ্গবন্ধু এবং বাঙালির অধিকার আদায়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি বিদেশের মাটিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গর্বিত করেছে বলে অভিব্যক্তি প্রকাশ করেন রাষ্ট্রদূত।

নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ফাইনালেের আসরটি মরুর বুকের দৃশ্যপট পাল্টে গিয়ে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল।

প্রায় মাসব্যাপী মুজিব বর্ষ উপলক্ষে মুজিববর্ষ বিজয়দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-এ বিশটি প্রবাসী বাংলাদেশি ক্রিকেটদল অংশ নেয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!