কুয়েতে কমছে কারফিউ, রবিবার ওঠে যাচ্ছে ফারওয়ানিয়ার লকডাউন

কুয়েতের মন্ত্রিসভা আগামী ২৮ জুলাই মঙ্গলবার থেকে করেনাভাইরাস পরিস্থিতিতে পুনরায় খোলার তিন ধাপে এগিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে এবং সে দিন থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কারফিউয়েরর সময় কমিয়ে রাত ৯ টা থেকে ভাের ৩ টা পর্যন্ত করার সিদ্ধান্ত দিয়েছে ।

এ ছাড়া আগামী রবিবার ভোর ৫ টা থেকে ফারওয়ানিয়া এলাকায় আরোপিত লকডাউন ব্যবস্থা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে ।

বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠক শেষে সরকারী মুখপাত্র তারেক আল-মেজরেম সেফ প্যালেসে এক সংবাদ সম্মেলনে এইসব সিদ্ধান্তে কথা ঘোষণা করেন। .

Travelion – Mobile

তিনি জানান, , সারা দেশে COVID-19 স্বাস্থ্য ব্যবস্থাগুলি মেনে চলার জন্য একটি কমিটি তাদের ভূমিকা পালন অব্যাহত রাখবে। এছাড়া আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত দেশব্যাপী মসজিদগুলিতে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি প্রয়োগের মাধ্যমে ঈদুল আযহার নামাজে ব্যবস্থা করবে এবং মুসুল্লীদের অংশ নেওয়ার অনুমতি দিবে

পশুর কোরবানি জবাইয়ের প্রয়োজনে ৩১ জুলাই শুক্রবার ঈদুল আযহার প্রথম দিনেই কসাইখানাগুলো বন্ধ থাকবে।

করোনাময় বিশ্ব : কেমন আছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা – (পর্ব ৩)

করোনাময় বিশ্ব : কেমন আছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা – (পর্ব ৩)১৫ জুলাই, বুধবার – কুয়েত সময় : সন্ধ্যা ৭.৩০ টা, বাংলাদেশ সময় : রাত ১০.৩০ টা সঞ্চলনায় : আ. হ জুবেদ, বিশেষ প্রতিনিধি-আকাশযাত্রা অতিথি :শরীফ মোহাম্মদ মিজান, প্রবাসী সাংবাদিক, কুয়েতমো. জালাল উদ্দিন, প্রবাসী সাংবাদিক, কুয়েতআল আমিন রানা, প্রবাসী সাংবাদিক, কুয়েতসাদেক রিপন, প্রবাসী সাংবাদিক, কুয়েত

Posted by AkashJatra on Wednesday, July 15, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!