কুয়েতে এমপি পাপুলের আটকাদেশ দুই সপ্তাহ বাড়ল

কুয়েতে আটক লক্ষীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের আটকাদেশ আরো দুই সপ্তাহ বেড়েছে। কুয়েতের উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে।

রবিবার (১৯ জুলাই) কুয়েতের আল রাই পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মানবপাচার ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে কাজী শহীদ ইসলাম পাপুলকে জিজ্ঞাসাবাদ করছে কুয়েত প্রশাসন। তাকে আটকে রাখা হয়েছে।

Travelion – Mobile

পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহসহ আরো দুই কুয়েতী নাগরিককেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

আগের খবর : কুয়েতের আমিরের সফল অস্ত্রোপচার

কুয়েতের উচ্চ আদালত রবিবার মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহকে তিন সপ্তাহের আটকাদেশ দিয়েছেন। এছাড়া কুয়েতের অপর দুই নাগরিককে আরো দুই সপ্তাহের আটকাদেশ দিয়েছেন কুয়েতের আদালত।

গত ৭ জুন কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এমপি পাপুলকে আটক করে। দেশটির সিআইডি রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে পাপুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

করোনাময় বিশ্ব : কেমন আছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা – (পর্ব ৩)

করোনাময় বিশ্ব : কেমন আছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা – (পর্ব ৩)১৫ জুলাই, বুধবার – কুয়েত সময় : সন্ধ্যা ৭.৩০ টা, বাংলাদেশ সময় : রাত ১০.৩০ টা সঞ্চলনায় : আ. হ জুবেদ, বিশেষ প্রতিনিধি-আকাশযাত্রা অতিথি :শরীফ মোহাম্মদ মিজান, প্রবাসী সাংবাদিক, কুয়েতমো. জালাল উদ্দিন, প্রবাসী সাংবাদিক, কুয়েতআল আমিন রানা, প্রবাসী সাংবাদিক, কুয়েতসাদেক রিপন, প্রবাসী সাংবাদিক, কুয়েত

Posted by AkashJatra on Wednesday, July 15, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!