কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা, বৈধ হওয়ার সুযোগ

কুয়েতে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য দ্বিতীয় দফা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট বার্তার বরাতে এ সংবাদ প্রকাশ করে স্থানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস ।

প্রকাশিত সংবাদে বলা হয়, যেসব অবৈধ প্রবাসী বৈধভাবে কুয়েতে থাকতে আগ্রহী, তারা সংশ্লিষ্ট সংস্থা (কোম্পানি/কপিল) বা শোন অফিসে যোগাযোগ করবে। তার ওপর অর্পিত জরিমানা পরিশোধ করে আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে শর্ত ও নিয়ম মেনে আকামা নবায়ন করতে হবে।

এ ছাড়া যেসব প্রবাসী কুয়েত ত্যাগে আগ্রহী, তারা অবশ্যই নির্ধারিত জরিমানা পরিশোধ করবে। যখনই কুয়েত ত্যাগের ঘোষণা দেওয়া হবে, তখন চলে যেতে পারবে। তবে তিনি পুনরায় নতুন ভিসায় কুয়েতে প্রবেশের সুযোগ পাবেন।

Travelion – Mobile

যেসব অবৈধ প্রবাসী নির্ধারিত সময়ে বৈধ হওয়ার সুযোগ নেবেন না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনিব্যবস্থা নেয়া হবে, তাদের কুয়েত ত্যাগে বাধ্য করা হবে এবং পুনরায় কুয়েত প্রবেশ করতে পারবেন না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!