কুয়েতে ৬০ জন চালক আটক, ৩৫০০০ জরিমানা মামলা

কুয়েতের জেনারেল ট্রাফিক বিভাগ, গত সপ্তাহে ৩৫ হাজারের বেশি ট্রাফিক জরিমানা মামলা করেছে এবং ৬০ জন অমান্যকারী চালককে গ্রেপ্তার করেছে, স্থানীয় মিডিয়া জানিয়েছে।

বিভাগটি ৮১ টি গাড়ি এবং ৩৩টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে এবং ৭৩ জন কিশোরকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য জুভেনাইল প্রসিকিউশন অফিসে রেফার করা হয়েছে।

আরও পড়তে পারেন : কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের আবু রাহাত

Travelion – Mobile

তাদের যানবাহন মন্ত্রণালয়ের গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে।

অধিদফতরের টহলগুলি, গত সপ্তাহে ৪,২৯১ টি ট্র্যাফিক দুর্ঘটনা মোকাবেলা করেছে, যার মধ্যে ২৩৯টি গুরুতর দুর্ঘটনা এবং ১,২৩৩টি ছোট দুর্ঘটনা রয়েছে।

এছাড়াও মাদকদ্রব্য রাখার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহে, অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাঠ নিরাপত্তা অভিযান পরিচালনা শুরু করে।

ট্রাফিক বিভাগের জনসংযোগ ও সচেতনতা বিভাগ, মেজর আবদুল্লাহ বুহাসান বলেছেন, প্রচারাভিযানে অংশ নিচ্ছেন ৬টি গভর্নরেটের ট্রাফিক অপারেশন বিভাগ এবং ট্রাফিক তদন্ত বিভাগ।

>কুয়েতের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!