কানেক্ট বাংলাদেশের ভার্চুয়াল আলোচনা সভা

‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার’ স্লোগানে কানেক্ট বাংলাদেশের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর ইউরোপ সময় চারটায় শুরু হয়ে টানা আড়াই ঘণ্টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা।

নিয়মিত সভার অংশ হিসেবে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা। ভার্চুয়াল এ সভায় সংগঠনের উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়। এরই মধ্যে দ্বি-বার্ষিক সম্মেলন ২০২০, পরিকল্পনা পরিষদ গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন এবং দেশে দেশে কানেক্ট বাংলাদেশ কমিটি গঠন করা।

এ সময় তারা বলেন, ‘করোনা মহামারিতে ভার্চুয়াল এই সভা সংঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে। একই সঙ্গে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে। তাছাড়া বর্তমান পেক্ষাপটে ভার্চুয়ালের কোনো বিকল্প নেই।

Travelion – Mobile

সভায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সমন্বয়কদের মধ্যে অংশগ্রহণ করেন কুদরত উল্লাহ (সুইডেন), শাহ্ আলম (ইতালি), সাদী রহমতুল্লাহ (ফ্রান্স), আফসার হোসেন নীলু (স্পেন), মামুনুর রশিদ (স্পেন), তোফায়েল আহমেদ চৌধুরী (যুক্তরাজ্য), কামরুজ্জামান (জার্মান), মনসুর চৌধুরী (ফ্রান্স), আখি সীমা কাউসার (ইতালি)।

এছাড়া লিটন আকন্দ (যুক্তরাজ্য), বাবুল তালুকদার (যুক্তরাজ্য), শিবলী সাদিক (যুক্তরাজ্য), নজির আহমদ (থাইল্যান্ডে), কাজী মহিম (ফ্রান্স), হাবিব রহমান (ফ্রান্স), ইসমাইল মোল্লা (ফ্রান্স), জমির হোসেন (ইতালি), আবুল হেলাল (যুক্তরাজ্য), সাব্বির রহমান স্পেন), নজরুল ইসলাম জহির (কুয়েত), কামরুরজামান (ইতালি) উপস্থিত ছিলেন।

সভায় ইতালি কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক প্রয়াত রুস্তম আলীর জন্য দুঃখ প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!