কানাডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

কানাডায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাওবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিওর উদ্যোগে ও কানাডা আওয়ামী লীগ, কানাডা মহিলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের সহযোগিতায় এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাদবর্তন দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাযবর্তন ও তাৎপর্য” শীর্ষ আলোচনার শুরুতে বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন এবং স্বাধীন বাংলাদেশের রূপকার, স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠসন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও কানাডা আয়োজিত হিসেবে অলংকৃত করেন

Travelion – Mobile

অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলির রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল আউয়াল ও শিক্ষাবিদ ড. মোজাম্মেল খান বিশেষ অতিথি ছিলেন।

সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বাবু ও মোস্তাফিজুর রহমান চৌধুরী বিপ্লবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ।

আলোচনায় অংশ নেন কানাডা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর গোলাম রহমান, কানাডা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, অন্টারিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মনির বাবু,পান্না আহমেদ, দপ্তর সম্পাদক খালেদ শামীম, প্রচার সম্পাদক আক্রামুল ইসলাম খান, নির্বাহী সদস্য মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, কাজল তালুকদার, সৈয়দ রহমত, ইমাম হোসেন, মোস্তাফিজুর রহমান, শাহিনুর কাসেম, উপদেষ্টা আফিয়া বেগম, কানাডা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম জুবেরী, সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহম্মেদ, মোর্শেদ আহমেদ মুক্তা, আমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, সদস্যশ আব্দুল মান্নান, মাসুদ সিদ্দিকী, ঝোটন তরফদার, কুইবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাইফুর রহমান, মঞ্জুরুল চৌধুরী, আব্দুর রহিম শফিউল আজম, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, রিনা বেগম, ইফফাত জাহান চৌতী, মোহাম্মদ ইসলাম, মেহেরিন খন্দকারসহ অনেকে।

বক্তারা শতাব্দীর মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যলক্তিগত, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতার, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।

এছাড়াও বক্তারা আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্যম আওয়ামী লীগের পক্ষে কানাডা থেকে এক হয়ে কাজ করার জন্যহ দৃঢ় সংকল্প ব্য্ক্ত করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!