কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে শ্রমিক লীগের মতবিনিময়

কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে জাতীয় শ্রমিক লীগ কাতার শাখা। এ সময় রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

সোমবার দুপুরে জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের সহসভাপতি তাজুল ওয়াহিদ এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম, মোঃ জমশেদ হোসেন, ফয়জুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল আহাদ বাবলু প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান পলিটিক্যাল মাহবুর রহমান।

Travelion – Mobile

দূতাবাসের যোগদানের পর নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দীনের বেশ কিছু পদক্ষেপের প্রসংসনা করার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

এসময় রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশীদের কাতারের আইন কানুন মেনে চলা এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।সেই সাথে কাতার বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং কাতারে বাংলাদেশ দূতাবাসকে শ্রেষ্ঠত্ব দূতাবাস করার ঘোষণা দেন রাষ্ট্রদূত মো. জসিম উদ্দীন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!