কাতারে প্রবাসী বাংলাদেশি ক্রিকেট দলকে রাষ্ট্রদূতের অভিনন্দন

কাতারে প্রবাসী বাংলাদেশি ক্রিকেট দলকে কাতারের জাতীয় দিবসে ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপ হওয়ায় অভিনন্দন জানিয়েছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।

কাতারের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কাতার ক্রিকেট এসোসিয়েশন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা প্রবাসীদের নিয়ে গত শুক্রবার (২৫ ডিসেম্বর) এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। শ্রীলংকা দলকে আট উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছায় প্রবাসী বাংলাদেশি ক্রিকেট দল। প্রবাসী বাংলাদেশি ক্রিকেট দল ভারতের প্রবাসী ক্রিকেট দলের বিরুদ্ধে ফাইনাল খেলায় ৩৭ রানে হেরে রানার্স আপ হয়।

এশিয়ান সিটিতে অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন। কাতারের ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইউসেফ জেহেম আল কোয়ারি, বাংলাদেশ দলের ম্যানেজার মো: আমিনুল ইসলাম এবং কোচ বুলবুল আহমেদ এবং অন্যান্য বিশিষ্টজন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Travelion – Mobile

এসময় রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশি ক্রিকেটারদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। প্রবাসে কর্মব্যস্ত জীবনে শরীর ও মনকে প্রফুল্ল রাখতে খেলাধুলার বিকল্প নেই পাশাপাশি খেলাধূলায় বিশেষ অবদান রাখার জন্য রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!