কাতারে কাল শুরু হচ্ছে আফগান শান্তি আলোচনা

দীর্ঘ প্রতীক্ষার পর কাতারে রাজধানী দোহায় শুরু হতে যাচ্ছে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা । আগামীকাল শনিবার থেকে তা শুরু হওয়ার খবর জানিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয় আফগানিস্তানের শান্তি আলোচনা শুরু হওয়ার খবর প্রকাশ করে।

পররাষ্ট্রমন্ত্রণালয় বিবৃতিতে বলে, ‘কাতার অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, আগামী ১২ সেপ্টেম্বর শনিবার দোহাতে আফগান-তালেবান শান্তি আলোচনা শুরু হবে। আফগানিস্তানের বিভিন্ন দলের মধ্যকার সরাসরি আলোচনাটি আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Travelion – Mobile

দোহায় অনুষ্ঠিত আলোচনার কথা নিশ্চিত করে আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘শান্তি প্রতিষ্ঠায় আফগান সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার একটি প্রতিনিধি দল কাতারের রাজধানীতে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে।’

আরও পড়তে পারেন : করোনাকালে দেশে ফেরত এসেছে লক্ষাধিক প্রবাসীকর্মী

এদিকে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও-এর আফগান শান্তি আলোচনায় অংশগ্রহণ করতে কাতারের দোহায় যাওয়ার কথা এক বিবৃতিতে জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

আফগান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে মাইক পোম্পেও বলেন, ‘চার দশকের যুদ্ধ ও রক্তপাত সমাপ্তির ঐতিহাসিক সুযোগ আফগানিস্তানের হাতে।’

তালেবানের পক্ষ থেকেও আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলে, ‘ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থের আলোকে বিস্তৃত শান্তি ও ইসলামী ব্যবস্থা আনার লক্ষ্যে যথাযথ পদ্ধতিতে আলোচনার পক্রিয়া এগিয়ে নেবে।’

ইতিমধ্যে মুক্তিপ্রাপ্ত ছয়জন তালেবান সদস্য কাতারের দোহায় পৌঁছেন। আলোচনা সভায় তাঁরাও অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!