কাতারে করোনায় প্রথম মৃত্যুই প্রবাসী বাংলাদেশির

কাতারে করোনাভাইরাস (কোভিড -১৯) সংক্রমণে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি একজন ৫৭ বছর বয়েসী প্রবাসী বাংলাদেশি।

তার নাম পরিচয় এখনও সরকারিভাব প্রকাশ করা হয়নি। তবে বাংলাদেশ থেকে জানা গেছে, তার নাম দিলিপ কুমার দেব। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারে মাজডিহির (মহাজন বাড়ি) সন্তান। দীর্ঘদিন ধরে কাতার প্রবাসী এবং প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ী।

কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওপিএইচ) শনিবার নিয়মিত ব্রিফিংয়ে প্রথম মৃত্যুর ঘোষণা দিয়ে জানানো হয়, ১৬ মার্চ করোনাভাইরাস ধরা পড়ার সাথে সাথে ওই প্রবাসী বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রেখে প্রয়োজনীয় সকল চিকিত্সা ও নিবিড় যত্ন নেওয়া হয়েছিল।

Travelion – Mobile

করোনাভাইরাস আক্রান্ত এই প্রবাসী আগে থেকেই দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেছে।

তার পরিচয় নিশ্চিত করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের মজুিবুর রহমান আকাশযাত্রাকে জানান, “শনিবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দিলিপ কুমার দেবের পরিবারকে বিষয়টি জানানো হয়। সেই সূত্রে আমরা জানতে পারি তিনি শনিবার রাজধানী দোহার হামাদ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

“তার, ডেথ সাটিফিকেটে মৃত্যুর কারণ করোনাভাইরাস উল্লেখ আছে”, তিনি যোগ করেন ।

তার অকাল মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকার এই জনপ্রতিনিধি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!