করোনা-আক্রান্ত যাত্রীর কারণে গৃহবন্দী ফ্লাইট ক্রুরা

এয়ার ইন্ডিয়ার ভিয়েনা-দিল্লি রুটের ফ্লাইটে আসা এক যাত্রীর করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন বলে গৃহবন্দী হতে হল ওই ফ্লাইটের পাইলটসহ সকল ক্রুকে।
\
বিশেষ চিকিৎসামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষের নির্দেশে ১৪ দিন ঘরবন্দী হয়েই থাকবেন ক্রুরা ।

ইন্ডিয়া এক্সপ্রেসের খবরে বলা হয়, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে দিল্লির বাসিন্দা এক যাত্রী অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ভারতে আসেন। তিনি ইতালি থেকে সড়ক পথে ভিয়েনায় এসে সেখান থেকে ফেব্রুয়ারির শেষের দিকে ওই বিমানটিতে করে দিল্লিতে ফেরেন।

তাঁর শরীরে করোনাভাইরাস থাকার প্রমাণ মিলেছে। ফলে সতর্কমূলক ব্যবস্থা থাকার নির্দশে দেওয়া হয়েছে ওই ফ্লাইটের ক্রুদের।

Travelion – Mobile

ক্রুদের জন্য এয়ার ইন্ডিয়ার পক্ষ জারি করা বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘আপনাদের নিজেদের বাড়িতে আগামী ১৪ দিনের জন্য সকলের থেকে বিচ্ছিন্নভাবে থাকতে হবে। করোনাভাইরাসের কোনও লক্ষণ দেখা দিলে স্বাস্থ্যসংক্রান্ত কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে।’

তবে ওই বিমানের অন্যান্য যাত্রীদেরও এই জাতীয় পরামর্শ দেওয়া হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। বোয়িং ৭৮৭ বিমানটি একসঙ্গে ২০০ জন যাত্রী বহন করতে পারে।

সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে আরও দু’জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। তাঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা, যিনি ভিয়েনা থেকে এয়ার ইন্ডিয়ায় ভারতে ফিরেছিলেন। অন্যজন তেলেঙ্গানার বাসিন্দা।

সবমিলিয়ে এ পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা পাঁচ জনে দাঁড়াল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!