করোনার চূড়ান্ত প্রাদুর্ভাব শিগগিরি পার হবে কুয়েত

সাম্প্রতিক একটি গবেষণার ফলাফলে দেখা গেছে, করোনা প্রাদুর্ভাবের চূড়ান্ত শিখর শিগগিরি পার করবে কুয়েত। গবেষণায় ভবিষ্যদ্বাণী করা হয়েছে, আগামী ২৬ জুন ভাইরাসের ছড়িয়ে পড়া ৯৯ শতাংশ কমে আসবে। নিশ্চিত করা হয়েছে যে কুয়েতে করোনায় মৃত্যুহার মাত্র ০.৭৩ শতাংশ ।

কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিহাদ আল-ডালালের একটি পরিসংখ্যানগত গবেষণা অনুযায়ী, সংক্রমণের রেখাটি শিগগরি একটি উল্লেখযোগ্য হ্রাসের দিকে ধাবিত হবে। আরব টাইমসের এক প্রতিবেদনে ওঠে এসেছে এ কথা।

প্রতিবেদনে বলা হয়, কম্পিউটারের মাধ্যেমে উৎপাদিত এই পরিসংখ্যান ইঙ্গিত দিয়েছে ১৭ জুন থেকে ভাইরাসটি ছড়ানোর মাত্রা ৯৭ শতাংশ পর্যন্ত কমে আসবে। এক্ষেত্রে চূড়ান্ত প্রাদুর্ভাবের সময় ধরা হয়েছে গত ২০ মে কে।

Travelion – Mobile

গবেষণায় উল্লেখ করা হয়েছে, যারা সুস্থ হয়েছে তাদের সংখ্যা বেড়েছে; যেখানে মোট সংক্রামিত পৌঁছুবে ৩১ হাজারে এবং করোনা রোগীদের সেরে উঠার সময়কালও তুলনামূলক কমে আসবে।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী কুয়েতে এ পর্যন্ত ২৪ হাজার ১১২ জন করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৮৫ জন, সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৯৮ জন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!