করোনাকালে প্রবাসে রেমিট্যান্সযোদ্ধাদের ঈদ

মানুষ ভাবে এক হয় আরেক। মানুষের চিন্তা চেতনার সাথে, আশা আকাঙ্ক্ষার সাথে অনেক কিছুর হিসেব মেলে না, এর পরও মানুষ নিয়তির কাছে নিজেকে সঁপে দে। জন্মের পর কে কি করবে, কে কোথায় থাকবে, কোথায় যাবে সে জানে না অধিকন্তু নিয়তি নির্ধারণ করে দেই অনেক কিছু। তেমনি এক নিয়তির নাম পরবাস । এই দূর পরবাসে প্রবাসীরা অনেক মধুর, প্রাণখোলা আনন্দ থেকে বঞ্চিত।

এই রকম এক আনন্দের নাম ঈদুল ফিতর। ঈদ আসলেই প্রবাসীরা নস্টালজিয়ায় ভোগে। অজানাকে জানার আর অচেনাকে চেনা নয়, জীবিকা ও জীবনের অত্যাবশ্যকীয় তাগিদে, প্রিয় স্বদেশ-মা-মাটি ছেড়ে বিভূয়ে।

প্রবাস মানে নিঃসঙ্গ যাপিতজীবন। প্রিয়জনের সান্নিধ্য থেকে যোজন যোজন দূরে। প্রবাসকে বলা হয় স্মার্ট আধুনিক জেলখানা। করোনাকালে বর্তমানে বিশ্বের সব প্রবাসীরা গৃহবন্দী, কেউ আইসোলেশনে, কেউ হোম কোয়ারান্টাইনে, কেউ লকডাউনে, কেউ অর্ধাহারে, কেউ বা অনাহারে।

Travelion – Mobile

সবকিছুর পরেও আমরা জানি ঈদের আনন্দ আপামর মানুষের জন্য খুশির আহ্লাদের, এ আনন্দে রয়েছে আলাদা সুখানুভূতি, আলাদা আমেজ, বিশেষ করে তাদের জন্য যারা দেশে পরিবার পরিজন নিয়ে ঈদ করেন বা পরিবার নিয়ে প্রবাসে থাকেন। বিপরীতে যারা পিতা মাতা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন ছাড়া দেশের বাইরে থাকেন তাদের গল্পটা ভিন্ন, তাদের উপাখ্যানটা অন্যরকম।

আমরা জানি একজন সাধারণ মানুষ ব্যাথা সহ্য করেন সর্বোচ্চ ৪৫ ডেল ইউনিট। পাশাপাশি একজন মা প্রসববেদনা সহ্য করেন ৫৭ ডেল ইউনিট পর্যন্ত। সন্তান প্রসবের জন্য মায়েদের এ ত্যাগ তিতিক্ষা অসহনীয়,অবর্ণনীয়। একজন মা ছাড়া এ ব্যাথার অনুভূতি সাধারণ মানুষ অনুধাবন করতে পারবে না, সম্ভবও নয়। মায়েদের প্রসববেদনার কষ্টের উপাখ্যান একজন মা ছাড়া যেমন কেউ বোঝে না তেমনিভাবে একজন রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীর পরবাসের অনুভূতি কেমন, কি তার হৃদয়ের ভাষা, যে কখনো প্রবাসে কঠোর শৃঙ্খল দেখেনি তার পক্ষে অনুধাবন যোজন যোজন দূরে।

দেশে বসে প্রবাসের অনুভূতি নেয়া যায় না। বুলি আওড়ানো যায়, প্রত্যেক প্রবাসীর রয়েছে নীল কষ্ট। এ জীবনযুদ্ধের উপাখ্যান এভাবেই চাপা পড়ে যায় নানা কারণে। পরিবারের সুখের জন্য, ভবিষ্যৎজীবন উজ্জ্বল করার আশায়। নিজের জীবনের সোনালী সময় প্রবাস প্যাকেজে ব্রাকেট বন্দি।

আজব এক ঈদানুভূতি রয়েছে কোরিয়া প্রবাসীদের। আরব দেশগুলোতে ঈদের ছুটি থাকে কিন্তু কোরিয়ায় কোম্পানি থেকে ছুটি নেয়া দুস্কর। এইবার অনেক বছর পর রবিবার ছুটিরদিন ঈদ হচ্ছে। কিন্তু ঈদের আর কি খুশি থাকে, তাবৎ বসুধার খুশি ছিনতাই করেছে নোবেল করোনাভাইরাস।

দেশ বিদেশের ঈদ আনন্দ লকডাউনের আইনি শেকলে, দূরত্ব বজায়ের মারপ্যাঁচে। এই করোনাকালে দূরত্ব বজায় রেখে কোরিয়ার মসজিদগুলোতে ঈদের নামাজ হবে। কিন্তু রবিবার ছুটির দিন থাকলেও কাজ থাকায় কোন কোন কোম্পানির প্রবাসীদের অনেকে নামাজের জন্য ছুটি পায় না, এই এক অন্য বেদনা।

ডিউটির ফাঁকে ফাঁকে প্রবাসীরা লাল সবুজের পতাকা, পিতা মাতার নির্মল চেহারা, প্রিয়তমার বর্ণিল হাসি, সন্তানদের প্রাণখোলা নিস্পাপ মুখ বার বার খুঁজে ফিরে। পরিবারের অনুভূতিই যেন তাদের ঈদ অনুভূতি। ঠিক সময়ে মা বাবার হাতে, প্রিয়তমা, সন্তান, স্বজনদের জন্য ঈদের টাকা পাঠাতে পারলেই প্রবাসীরা আনন্দ উচ্ছাসের মেতে ওঠেন। ঈদে পরিবারের মুখে হাসি দেখলে এরা আনন্দে বিভোর হয়ে যান। ঈদের সারাটা দিন প্রবাসীর মনটা পড়ে থাকে পরিবারের কাছে, লাল সবুজের দেশে।

যার মা নেই, যার বাবা নেই তার ঈদটা আরো বর্ণহীন, ছন্দহীন, আনন্দবিহীন ধূসর। অধিকাংশ প্রবাসীর ঈদ কাটে প্রবাসের কর্মব্যস্ততায়।

সবকিছুর পরেও প্রবাসীদের জীবন চলে নিরন্তর। লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করে। মোমবাতি নিজে জ্বলে অন্য জ্বলতে সাহায্য করে। যেইভাবে পিপড়ে, প্রত্যেকদিন একটু একটু করে মাটি খুঁড়ে নিজের বাসা বানায়, ঠিক সেইভাবেই প্রবাসীরা নিজেকে জ্বালিয়ে, ক্ষয়ে দেশ বানায়, সমাজ বানায়,পরিবার বানায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!