করোনাভাইরাসে মধ্যপ্রাচ্যে প্রথম মৃত্যু, ইরানের দুই নাগরিক

ইরানে মরণঘাতি কোভিট ১৯ বা করোনাভাইরাস আক্রান্ত দুই ইরানি নাগরিক মারা গেছেন । এটি মধ্যপ্রাচ্যে প্রথম মৃত্যুর ঘটনা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) এ তথ্য জানিয়েছে। তবে এর আগে ইরান সরকার দেশে ভাইরাসে সংক্রামিত এই খবর অস্বীকার করেছিল।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত দুইজনই কোভিড -১৯-করোনাভাইরাসের জীবাণু বহন করছিলেন। পরীক্ষায় পজেটিভ আসার পরে আক্রান্ত দু’জন রোগী মারা গেছেন।

Travelion – Mobile

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, এই দুই রোগী ছিলেন ইরানি নাগরিক এবং কোম নামক এলাকার বাসিন্দা। দু’জন রোগীই বয়স্ক ছিলেন এবং স্বাস্থ্যেগত দূর্বল ছিলেন, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত করেছিল।

মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়নুশ জাহানপুর বলেন,”সাম্প্রতিক শ্বাসকষ্টজনিত রোগের আক্রান্ত হয়ে হাসপাতালে আনার পর দুটি পরীক্ষায় ওই দুজনের মধ্যে কােভিট শনাক্ত হয়।”

“দুর্ভাগ্যক্রমে দুজনেই বার্ধক্যজনিত কারণে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলায় নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান।”

রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম ইসলামিক স্টাডিজের একটি কেন্দ্র যা ইরান এবং অন্যান্য দেশ জুড়ে পণ্ডিতদের আকর্ষণ করে।

এর বাইরে নিহতদের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। দুই রোগী ইরান ছেড়ে কখনও বাইরে গেছেন বলে জানা যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!