ওমান ফিরতে প্রবাসীদের আর লাগবে না মোফার অনুমোদন

করোনা পরিস্থিতিতে দেশে আটকে পড়া বৈধ ভিসা বা আকামাধারী প্রবাসীদের ১ অক্টোবর থেকে ওমানে ফিরে আসার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের (মোফা) অনুমোদনের দরকার নেই।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক বিষয়ক উপ-সচিব এ তথ্য জানিয়েছেন বলে বুধবার টাইমস অব ওমান জানিয়েছে।

সুপ্রিম কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ খলিফা বিন আলী আল হারথি, ১ অক্টোবর থেকে বৈধ ভিসা বা আকামাধারী প্রবাসীদের ওমানে ফিরে আসার বিষয়ে সুপ্রিম কমিটির দেওয়া সিদ্ধান্তের নিয়ে কথা বলার সময় মোফার অনুমতি এ প্রসঙ্গে এ তথ্য দেন।

Travelion – Mobile

তিনি বলেন, “যেসব প্রবাসীর বৈধ ভিসা বা আকামা রয়েছে তাদের ওমানে ফেরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন নেই।”

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) কভিড -১৯ এর প্রতিরোধ দায়িত্বে থাকা সুপ্রিম কমিটির যৌথ বৈঠকে সিদ্ধান্তের পরে এ বিষয়টি নিশ্চিত হয়েছিল, বৈধ রেসিডেনসি থাকা ব্যক্তিদের ওমানেফিরে আসার পরে একটি পিসিআর পরীক্ষা করতে হবে এবং ১৪ দিনের কোয়ারান্টিন মেনে চলতে হবে।

এই থেকে বলা বাংলাদেশসহ বিভিন্ন দেশে আটকে থাকা পর্রবাসী ওমান ফিরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (মোফা) অনুমোদনের দরকার হবে না, তবে ফিরে আসার পরে পিসিআর পরীক্ষা করা এবং ১৪ দিনের কোয়ারান্টিনে থাকা বাধ্যমূলক।

আগের খবর :
ওমানে ২৭ সেপ্টেম্বর থেকে আবার চালু হচ্ছে গণপরিবহন
ওমানে কিছু পেশার প্রবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা স্রেফ গুজব
ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের রক্তদান কর্মসূচি শুক্রবার
ওমানে শপিং মল ও পাবলিক প্লেসে ‌দর্শনার্থীর জন্য নতুন ড্রেস কোড
ওমানে একমাসে প্রায় ৫৪ হাজার প্রবাসী কমেছে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!