ওমান থেকে বিনা জরিমানায় দেশে ফেরার সুযোগ আবার বাড়ল

ওমানে মেয়াদোত্তীর্ণ আকামাসহ অবৈধভাবে থাকা অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ আকামার প্রবাসী কর্মীদের বিনা জরিমানায় স্বদেশ ফেরার বিশেষ সুযোগ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের টুইটার বার্তায় বলা হয়েছে যে, চলমান মহামারির কারণে সুলতানাত ত্যাগ করতে ইচ্ছুক প্রবাসী কর্মীরা আগামী ৩১ পর্যন্ত বিনা জরিমানার এই সুবিধা নিতে পারবেন।

এই সময়ের মধ্যে সকল অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ আকামার কর্মী কোনও জরিমানা বা আইনি বাধা ছাড়াই ওমান ত্যাগ করতে পারবেন।

Travelion – Mobile

যারা এখনও শ্রম মন্ত্রণালয়ে নিবন্ধন করেনি তাদের সকলকে অনলাইনে এসে নিবন্ধন করতে এবং এই সুবিধা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

অনিবন্ধিত প্রবাসী কর্মীদের শ্রম মন্ত্রণারয়ের ওয়েবসাইটে (www.mol.gov.om) অথবা সানাদ অফিসের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

৫ম বারের মতো এই সুযোগ বাড়িয়ে শ্রম মন্ত্রণালয়। সবশেষ এই সময়সীমাটি ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল।

এই কর্মসূচির প্রথম ঘোষিত হয়েছিল গত বছরের ১৫ নভেম্বর। এরপর ৩১ ডিসেম্বর, ৩১ মার্চ এবং সবশেষ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!