ওমানে ২৮ মার্চ থেকে রাত্রিকালীন লকডাউন জারি

করোনা মহামারি নিয়ন্ত্রণে

ওমান করোনাভাইরাসের ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতে আগামী রবিবার (২৮ শে মার্চ) থেকে ৮ এপ্রিল পর্যন্ত রাত্রিকালীন লকডাউন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার করোনা মহামারি নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত জারি করে।

সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৮টা থেকে সকাল ৫ টা পর্যন্ত রাত্রিকালীন লকডাউন চলাকালীন সকল বাণিজ্যিক কার্যক্রম, মানুষ ও যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

Travelion – Mobile

বিশেষজ্ঞদের মতে, এপ্রিল ১ থেকে ৩১ মে-এর মধ্যের সময়টি ওমানের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ সময়। কাজেই সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে সুপ্রিম কমিটি আরও কঠোর এবং ব্যাপক ব্যবস্থা গ্রহণ করতে পারে, যাতে সেই সময়ের মধ্যে সম্পূর্ণ লকডাউন এবং সম্পূর্ণ চলাচলের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকতে পারে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!