ওমানে হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ওমানে হৃদরোগে মারা গেলেন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মো.আইয়ুব (৫৫)।

শনিবার রাতে ওমানের সোহার হসপিটালে মারা যান এই ওমানপ্রবাসী। হৃদরোগ নিয়ে প্রায় পঁচিশ দিন হাসপাতালের আইসিইওতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মো.আইয়ুব চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ছয় নং ওয়ার্ডের ইমাম নগর গ্রামের মৃত মফজল আহমদের প্রথম পুত্র। তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি।

Travelion – Mobile

ওমানপ্রবাসী তার ছোট ভাই মো.নাসির উদ্দিন জানান, হার্টের সমস্যাজনিত রোগের কারণে দেশ থেকে ভারতে গিয়েও চিকিৎসা করানো হয়েছিল তার বড় ভাই মো.আইয়ুবকে। অনেকটা সুস্থ হয়ে ওমানের কাবুরাতে কর্মস্থলে ফিরে আসেন তিনি। হঠাৎ আবার অসুস্থতা বোধ করলে সোহার হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইওতে থাকা অবস্থায় মারা যান তিনি ।

একমাত্র পুত্র তানবীর বলেন, ‘যে কোন কিছুর বিনিময়ে বাবার মরদেহটি অন্তত শেষবার দেখে দেশের মাটিতে কবর দিতে চাই।’

ওমানের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, স্বাভাবিক বিমান চলাচল বন্ধ থাকলেও কাতার এয়ারওয়েজের একটি কার্গো বিমান সপ্তাহে একদিন দুবাই, ওমান, কাতার ঘুরে ঢাকা যাচ্ছে। পরিবারের অনুরোধে অনুযায়ী মরদেহটি দেশে পাঠাতে দূতাবাস সকল প্রকার সহযোগিতা করবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!