ওমানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৬৭% কমেছে

ওমানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পেয়েছে। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গত আট বছরে দুর্ঘটনাজনিত মৃত্যু কমেছে ৬৭ শতাংশ। একই সময়ে দুর্ঘটনার সংখ্যা ৮৪% কমেছে।

দেশটির রয়্যাল ওমান পুলিশের (আরওপি) এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

জারি করা এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, জারি করা এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, ২০১২ সালের ১,০১৯ জন থেকে কমে ২০২০ সালে ৩৭১ জনে দাঁড়িয়েছে (৬৭ শতাংশ হ্রাস)।

Travelion – Mobile

আগের খবর : ওমানে নিখোঁজ বাংলাদেশির সন্ধানে পুলিশ

গত এ ছাড়া আট বছরে দুর্ঘটনাজনিত আহতের হার ৭০ % কমেছে। ২০১২ সালে ৮ হাজার ২০৯ টি দুর্ঘটনায় ৪ হাজার ৫১৪ জন আহত হয়, অন্যদিকে ২০২০ সালের পরিসংখ্যানে আহত ১ হাজার ৩৪১ টি দুর্ঘটনায় ১ হাজার ৩৬৫ জন।

এই সময়ে দেশটিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৫৮% বেড়েছে। আর জারি করা ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা ৬৫% বৃদ্ধি পেয়েছে, আরওপি জানিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!