ওমানে শনিবার উঠে যাচ্ছে আন্তঃপ্রদেশ লকডাউন, কমছে কারফিউ

ওমানে বিভিন্ন প্রদেশের মধ্যে চলাচল নিষেধাজ্ঞা বা লকডাউন শনিবার তুলে নেওয়া হচ্ছে। তবে রাতের কারফিউ বলবৎ থাকবে এবং সময়ও কমিয়ে রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে।

নতুন সময়সূচির কারফিউ আগামী ৮ আগস্ট থেকে কার্যকর হবে এবং ১৫ আগস্ট পর্যন্ত থাকবে।

বুধবার (৫ আগস্ট) দেশটির করোনা মহামারী মোকাবিলার দায়িত্বে থাকা সুপ্রিম কমিটি লকডাউন তুলে নেওয়া এবং কারফিউ হ্রাসের এই সিদ্ধান্ত ঘোষণা করে।

Travelion – Mobile

স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামাউদ বিন ফয়সাল আল বুসাইদীর সভাপতিত্বে বৈঠকে সুপ্রিম কমিটি গত ২৫ জুলাই থেকে শুরু হওয়া ১৫ দিনের আন্তঃপ্রদেশ পুরোপুরি লকডাউন সম্পর্কিত প্রাথমিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করে।

তবে ধোফার প্রদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন চলবে, কমিটি সিদ্ধান্ত নিয়েছে।

বৈরুত বিস্ফোরণ : আপডেট

বৈরুত বিস্ফোরণ : আপডেটজানাবেন : বাবু সাহা, প্রবাসী সাংবাদিক, লেবানন৫ আগস্ট, বুধবার : লেবানন : সন্ধ্যা ৭.৪৫ টা , বাংলাদেশ :রাত ১০.৪৫ টাযুক্ত থাকুন : www.facebook.com/akashjatrabd

Posted by AkashJatra on Wednesday, August 5, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!