ওমানে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করলে ৩ বছর জেল, জরিমানা

ফটো বা সংবাদ বা অডিও ভিজ্যুয়াল রেকর্ড প্রকাশ

ওমানে ইন্টারনেট বা অনলাইন বা তথ্য প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে ফটো তোলা বা সংবাদ বা অডিও ভিজ্যুয়াল রেকর্ড প্রকাশ করে কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বা পারিবারিক জীবনে আঘাত করলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং/বা পাঁচ হাজার ওমানি রিয়াল জরিমানা করা হবে।

মঙ্গলবার অনলাইনে জারি করা বিবৃতিতে ওমানের পাবলিক প্রসিকিউশন বলেছে,”ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির মাধ্যম যেমন বিল্ট-ইন ক্যামেরাসহ সেলফোন ব্যবহার করে ছবি তোলা বা কোনও সংবাদ বা অডিওভিজুয়াল রেকর্ড প্রকাশের মাধ্যমে কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বা পারিবারিক জীবনে আঘাত করতে পারে, এমনকি যদি তারা সত্যও হয় বা অন্যকে অবমাননা ও নিন্দা করে তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ জন্য তিন বছরের মেয়াদে কারাদণ্ড এবং পাঁচ হাজার ওমানি রিয়াল জরিমানা বা এই দুই সাজার যে কোনও একটি ভোগ করতে হবে।”

আগের খবর :
ওমানে ১০ দেশ থেকে আগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
ওমানে আবারও বাড়ছে প্রবাসী কর্মী, শীর্ষে বাংলাদেশি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!