ওমানে ফিরতে সালামএয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রবাসীরা

করোনা পরিস্থিতি যেসব প্রবাসী এখন নিজ দেশে আটকা পড়ে আছেন তাদের ওমানে ফিরতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হবে।

সেক্ষেত্রে তাদের এই ভ্রমণ অনুমোদনের জন্য সহায়তা করবে ওমানে লো-কস্ট বিমান সংস্থা সালামএয়ার।

এক বিবৃতিতে সালামএয়ার জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর কারণে নিজ দেশে আটকে পড়া প্রবাসীরা সালামএয়ারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (মোফা) ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

Travelion – Mobile

এক্ষেত্রে যাত্রীরা সালামএয়ারের সেবা কেন্দ্র বা অফিসে গিয়ে অনুমতির জন্য আবেদন করতে পারবেন।

সালামএয়ার জানায়, যাত্রীরা বিমানসংস্থাটির সার্বক্ষণিক চালু থাকা কন্ট্যাক্ট সেন্টারে +৯৬৮ ২৪২৭২২২২ নাম্বারে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে পারবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!