ওমানে প্রবাসীসহ ২৮২ বন্দীকে ক্ষমা করেছেন নতুন সুলতান

ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারেক আল সাইদ বিভিন্ন মামলায় দণ্ডিত ২৮২ বন্দীকে বিশেষ ক্ষমা করে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ১২৩ জন প্রবাসী রয়েছেন।

আজ বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি (ওএনএ)’র জারি করা এক বিবৃতিতে বলেছে,”সর্বোচ্চ কমান্ডার মহামান্য সুলতান হাইথাম বিন তারিক ২৮২ জন বন্দীকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন, যাদের মধ্যে ১২৩ জন প্রবাসী রয়েছেন।”

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে ৪০ দিনের শোক শেষ হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন নতুন সুলতান হাইথাম বিন তারিক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!