ওমানে প্রবাসীদের পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং আর নেই

ওমানে প্রবাসীদের পাসপোর্টে স্ট্যাম্পিং ভিসার আর প্রয়োজন হবে না। দুই বছরের আকামা বা রেসিডেন্ট কার্ড ভিসা হিসেবেও কাজ করবে।

রয়্যাল ওমান পুলিশের জারি করা একটি নতুন সংশোধনী অনুসারে, সালতানাতে প্রবাসীদের পাসপোর্টে স্ট্যাম্পিং ভিসা আর বাধ্যতামূলক নয়।

আবাসিক ভিসার নিয়মের সংশোধনী অনুসারে, ভিসার সকল উদ্দেশ্যে শুধুমাত্র আকামা বা আবাসিক কার্ড (আইডি কার্ড) ই যথেষ্ট।

Travelion – Mobile

আরওপির একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন,“পাসপোর্টে শারীরিকভাবে স্ট্যাম্পিং ভিসার প্রথাগত ব্যবস্থা স্থগিত করা হয়েছে। দুই বছরের রেসিডেন্ট কার্ডটি ভিসা হিসাবেও কাজ করবে” ।

“এখন থেকে ওমানে প্রবাসীদের আইডি কার্ড সবচেয়ে শক্তিশালী নথি”, তিনি যোগ করেন।।

ওমানের আরও খবর
ওমানে ফ্লাইটের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য বাঁচলেন ১৫১ আরোহী!
আরও পড়তে পারেন : ওমানে ব্যবহৃত গাড়ির বাজার চড়া
আরও পড়তে পারেন : ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব চেয়ারম্যানের ‘সম্মাননা’ অর্জন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!