ওমানে জুন পর্যন্ত বাড়লো আকামাহীন প্রবাসীদের দেশ ফেরার বিশেষ সুযোগ

ওমানে মেয়াদোত্তীর্ণ আকামাসহ অবৈধভাবে থাকা প্রবাসীদের বিনা জরিমানায় স্বদেশ ফেরার বিশেষ সুযোগ আগামী ৩০শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এক বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় ৩০ জুনের আগে প্রবাসীদের নিবন্ধন করার আহ্বান জানিয়েছে। চতুর্থবারের মতো এই সুযোগ বাড়িয়ে, মন্ত্রণালয়। সবশেষ এই সময়সীমাটি আজ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল।

শ্রম মন্ত্রনালয়ের বিবৃতিতে যোগ করা হয়েছে, “করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় বেসরকারি খাত সংস্থা এবং স্থাপনাগুলিকে প্রদত্ত সুযোগ-সুবিধার আলোকে অ-ওমানি জনবল নিয়োগ লাইসেন্সের মেয়াদ ৩১ শে মার্চের পরিবর্তে ৩০শে জুন শেষ করার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রনালয়।”

Travelion – Mobile

স্থানীয় সংবাদ মাধ্যমে সূত্রে জানা যায়, প্রায় ৭০ হাজার প্রবাসী কর্মী বিনা জরিমানায় দেশে ফিরে যাওয়া সুযোগের জন্য আবেদন করেছেন এবং তাদের মধ্যে প্রায় ৫০,০০০ ওমান ত্যাগ করতে সক্ষম হয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!