ওমানে জনবহুল এলাকা জীবাণুমুক্ত করতে ড্রোন ব্যবহার

ওমানের রাজধানী মাস্কাটের জনবহুল এলাকাগুলি বায়ু নির্বীজন বা জীবাণুমুক্ত শুরু করেছে পৌরসভা। আর এ অভিযানে স্প্রে মেশিন নিয়ে পরিছন্ন কর্মীদলের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে উচ্চ প্রযুক্তির ড্রোন।

করোনাভাইরাস মোকাবেলায় প্রচেষ্টার অংশ হিসাবে সাধারণ জনগণের সংস্পর্শে আসতে পারে এমন জায়গা এবং জনবহুল অঞ্চলগুলি নির্বীজিত করার এই উদ্যোগ নিয়েছে মাস্কাট পৌরসভা।

বুধবার রাতে মাস্কাট পৌরসভার সিব এলাকায় পরিচালিত অভিযানে কর্মী দলের সঙ্গে যুক্ত হয়েছিল উচ্চ প্রযুক্তির ড্রোন। আকাশ থেকে জীবাণুনাশক ছিটিয়ে সিবের রাস্তাগুলি জীবাণুমুক্ত করে ড্রোনগুলি।

Travelion – Mobile

অন্যদিকে কর্মীরা স্প্রে মেশিন দিয়ে অভ্যন্তরীণ রাস্তা, ফুটপাথ, আবাসিক এবং বাণিজ্যিক ভবন, গাড়ি পার্ক এবং পাবলিক সুযোগ-সুবিধাকে জীবাণুনাশক ওষধ ছিটিয়ে দেয়।

সুলতানাতের আশেপাশের অঞ্চলগুলিকে জীবাণুমুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে পৌরসভার এই কর্মী বাহিনী।

ওমান-ভিত্তিক ড্রোন ও রোবোটিক্স সংস্থা ওয়াকান টেককে মাসকট পৌরসভাকে ড্রোনগুলো সরবরাহ ও কারিগরী সহায়তা দিচ্ছে। সংস্থাটি সাম্প্রতিক দেশজুড়ে পঙ্গপাল আক্রান্তের সময় কীটনাশক স্প্রে কাজে সক্রিয় ছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!