ওমানে ঘূর্ণিঝড়ে অসহায় প্রবাসীদের মানবিক সহায়তায় চট্টগ্রাম সমিতি

ওমানে ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ অসহায় প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে প্রবাসে মানবতার সেবায় নিয়োজিত চট্টগ্রাম সমিতি ওমান।

গত রবিবার (৩ অক্টোবর) আরব সাগরে গ্রীস্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় শাহীনের তান্ডবে ওমানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবাসী বাংলাদেশিসহ দূর্গত এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে। শত শত প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়িতে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকে বাংলাদেশি পরিবারসহ সংকটে পড়েছে।

দূর্গত এলাকাগুলোর পরিস্থিতি স্বাভাবিক করতে রয়েল ওমান পুলিশ (আরওপি) সহ ওমানের সরকারী সংস্থাগুলো রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি কাজ করছে বেসরকারী বিভিন্ন সংস্থা এবং কমিউনিটি সংগঠনগুলো।

Travelion – Mobile

রবিবার (১০ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আল-সুইক, আল বিদিয়া, আল কাবুরা, আল খাদারা, আল কাছবিয়া এলাকায় দূর্গত মানুষের মাঝে জরুরী খাদ্যসহ মানবিক সহায়তা বিতরণ করা হয়।

ওই দিন রাজধানী মাস্কাট থেকে সমিতির সভাপতি এবং এনআরবি সিআইপি এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপির নেতৃত্বে ৩০টি গাড়িবহর নিয়ে সংগঠনের কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যের সমন্বয়ে ৬০ জনের একটি দল ক্ষতিগ্রস্ত এলাকায় যায়।

ওমানে ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ অসহায় প্রবাসী বাংলাদেশিদের চট্টগ্রাম সমিতি ওমানের মানবিক সহায়তা কার্যক্রম
ওমানে ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ অসহায় প্রবাসী বাংলাদেশিদের চট্টগ্রাম সমিতি ওমানের মানবিক সহায়তা কার্যক্রম

দিনব্যাপী বিভিন্ন দলে ভাগ হয়ে চাল, ডাল, তেল, আলু পিয়াজসহ ৭ কেজি ওজনের খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট প্রায় ১০০০ প্রবাসীর মাঝে বিতরণ করে।

কর্মসূচিতে সংগঠনের আজীবন দাতা সদস্য তৌহিদুল আলম সিআইপি, আবু ইউসুফ, মনসুর আলম মুছা, আবু বক্কর, জানে আলম, ইঞ্জিনিয়ার শহীদ, সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, মো. মোরশেদ , নুরুল ইসলাম নুরু, প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক, বাবলু চৌধুরী, অর্থ সম্পাদক নাসির মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন, কার্যকরী পরিষদের সম্পাদক আব্বাস উদ্দিন, আব্দুর রাজ্জাক, জুয়েল ওয়াহিদ, রহিম উল্লাহ, সেলিম নুর, মোহাম্মদ সেকান্দর, আজিজ মোহাম্মদ, মঞ্জুরুল আলম অংশ নেন।

ওমানে ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ অসহায় প্রবাসী বাংলাদেশিদের চট্টগ্রাম সমিতি ওমানের মানবিক সহায়তা কার্যক্রম
ওমানে ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ অসহায় প্রবাসী বাংলাদেশিদের চট্টগ্রাম সমিতি ওমানের মানবিক সহায়তা কার্যক্রম

এছাড়া সহায়তায় ছিলেন টিপু সরোয়ার, জাহাঙ্গীর, সোহেল, পারভেজ, রাশেদ, বেলাল, মুবিন, হাসান, রিয়াদ এনাম, আব্দুস সাত্তার, ফোরকানসহ অনেকে।

সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, দূর্গত এলাকার জনজীবন স্বাভাবিক করতে ওমান সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা কমিউনিটি সংগঠনগুলোও এই প্রচেষ্টার পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করছি। আমি মনে করি প্রবাসী বিত্তবান ও সকল সামাজিক সংগঠনগুলো যার যার অবস্থান থেকে এইভাবে এগিয়ে আসলে দূর্গত এলাকাগুলোতে দ্রুতই প্রাণ ফিরে আসবে।

তিনি দূর্গত এলাকার অসহায় প্রবাসীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ওমান সরকার ও জনগণ, বাংলাদেশ দূতাবাস ওমান, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, বঙ্গবন্ধু পরিষদ ওমান, ডাক্তার এসোসিয়েশনসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

সংগঠনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় শাহীনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!