ওমানে গ্রেড ১২ ছাড়া সকল শিক্ষার্থীর জন্য অনলাইন ক্লাস

ওমানে গ্রেড ১২ বাদে বাকি সকল শ্রেণির শিক্ষার্থী অনলাইনে রিমোট লার্নিং সিস্টেম বা দূরশিক্ষণের মাধ্যমে পড়াশোনা করবে বলে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে।

মন্ত্রণালয় বলেছে,”শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য কমিটির বৈঠকের একটি রেফারেন্স এবং ২০২০ সালের ১ লা নভেম্বর সকল শিক্ষার্থীদের জন্য স্কুল শিক্ষাবছর শুরু করার জন্য সুপ্রিম কমিটি যে নির্দেশনা জারি করেছিল, তার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“গ্রেড ১ থেকে গ্রেড ১১ পর্যন্ত শিক্ষার্থীরা রিমোট লার্নিং সিস্টেমের মাধ্যমে পড়াশোনা করবে। গ্রেড ১২ গ্রেডের শিক্ষার্থীদের সপ্তাহ অন্তর ব্যবস্থায় স্কুলে যোগ দিতে হবে।” শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে যোগ করা হয়েছে।

Travelion – Mobile

মন্ত্রণালয় আরও বলেছে “আমরা এই ব্যতিক্রমী শিক্ষাবর্ষের সাফল্য পর্যন্ত সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বকে স্বীকার করি, অতীতের সময়কালে সমস্ত শিক্ষাদান, প্রশাসনিক ও প্রযুক্তিগত কর্মীদের তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই”।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!