ওমানে গাড়ির লাইসেন্সের কার্ড প্রিন্টের জন্য মেশিন বুথ

ওমানে করোনাভাইরাস (কভিড -১৯) ছড়িয়ে পড়ার কারণে যানবাহনের নিবন্ধন সম্পর্কিত সমস্ত পরিষেবা স্থগিতের সাথে, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্ব-পরিষেবা ডিভাইস বা কিয়স্ক ব্যবস্থা করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। অনলাইনে যানবাহনের নিবন্ধন বা নবায়ন প্রক্রিয়া শেষে বুথে গিয়ে মেশিন থেকে গাড়ির লাইসেন্স সহজে প্রিন্ট করে নিতে পারবেন মালিকারা।

এই লক্ষ্যে ওমান ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনভেস্টমেন্ট সংস্থা (ওএনআইসি) এবং ওমানটেলের সহায়তায় সকল প্রদেশ জুড়ে মেশিনগুলি ইনস্টল করেছে আরওপি।

এক বিবৃতিতে আরওপি বলেছে,”ওএনআইসির সহযোগিতায় বিভিন্ন স্থানে যানবাহনের লাইসেন্স প্রিন্ট করার জন্য স্ব-পরিষেবা ডিভাইস স্থাপন করা হয়েছে।”

Travelion – Mobile

ওমানজুড়ে যেসব স্থানে কিয়স্ক বা বুথের এই পরিষেবা পাওয়া বা বুথের স্থাপন করা হয়েছে তা হল;

১. মাসকাট প্রদেশ: আল খুয়াইর এর প্রধান কার্যালয়, লুলু আমরাত, লুলু দারসাইট, লুলু ঘুব্রাহ, লুলু আল বান্দর, লুলু ওয়াদি আল লামামি এবং লুলু মাবায়ার একিক এই পরিষেবা পাওয়া যাবে। এ ছাড়া ওমানটেলের কুরূম সিটি সেন্টার, ওমানটেল হল (আল খুদ) এবং ওমানটেল হল (আমরাত) এই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

২. দক্ষিণ বাতনাহ প্রদেশ: লুলু সান্দান শিল্প অঞ্চল, লুলু বারকা এবং লুলু রুস্তাক।

৩. উত্তর বাতনাহ প্রদেশ: লুলু সোহর, লুলু আল খাবুরার, লুলু সুয়াইক এবং সোহার সিটি সেন্টার।

৪. বুরাইমি প্রদেশ: লুলু বুরাইমি ও ওমানটেল হল (আল বুরাইমি)।

৫. ধোফার প্রদেশ: লুলু সালালাহ এবং ওমানটেল হল (সালালাহ)।

৬. উত্তর শারিকিয়াহ প্রদেশ: লুলু ইব্রাহ এবং ওমানটেল হল (ইব্রাহ)।

৭. দক্ষিণ শারিকিয়াহ প্রদেশ: ওমানটেল গ্যালারি (সুর)।

৮. ধাহিরা প্রদেশ: ওমানটেল হল (ইবরি)।

৯. দাখালিয়াহ প্রদেশে: নিজওয়া গ্র্যান্ড মল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!