ওমানে কিছু পেশার প্রবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা স্রেফ গুজব

ওমানে কিছু কিছু পেশার প্রবাসী কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (মোফা) কোনও নির্দেশ জারি করেনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) ওমানের সরকারি যোগাযোগ কেন্দ্র (জিসি) বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

গত সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি নোটে বলা হয়েছে যে, গৃহকর্মী, কৃষক, লন্ড্রি শ্রমিক, ওয়েল্ডার, কার্পেন্টার, সেলুন কর্মীসহ নির্দিষ্ট কাজের পদবিযুক্ত প্রবাসী কর্মীদের ওমান প্রবেশের অনুমতি নেই। বিবৃতিতে জিসি এই গুজবকে অস্বীকার করেছেন।

Travelion – Mobile

বিবৃতিতে আরও বলা হয়েছে,“ওমানের কিছু নির্দিষ্ট পদবির প্রবাসীদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে যে খবর প্রচারিত হচ্ছে তার কোন সত্যতা নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই যে, এটি পররাষ্ট্র মন্ত্রণালয় (মোফা) জারি করেনি।”

জিসির এই বিবৃতি থেকে বলা যায়, বাংলাদেশসহ বিভিন্ন দেশে আটকে থাকা সকল পেশার প্রবাসীরা মোফার প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে স্বাস্থ্য বিধির বাধ্যবাধকতা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে ওমান ফিরতে পারবেন।

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!