ওমানে করোনায় একদিনে রেকর্ড সংখ্যক ৭ মৃত্যু, আক্রান্ত ১০১৪

ওমানে রবিবার (৩১ মে) একদিনে রেকর্ড সংখ্যক ৭ জনের মৃত্যু হয়েছে।

ওমান টিভির সাথে কথা বলতে গিয়ে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ আল সাইদি এ তথ্য দিয়েছেন।

আল সাইদ বলেন, “আজ আমরা ৭টি মৃত্যুর মামলা নথিভুক্ত করেছি। এর মধ্যে হাসপাতালের বাইরে পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃত্যুের সংখ্যা ৪৯ জনের পৌঁছেছে। বর্তমানে হাসপাতালে ১৯৯ জন রোগী ভর্তি রয়েছেন।”

Travelion – Mobile

একই সঙ্গে রবিবার একদিনের মধ্যেও দেশে সর্বোচ্চ সংখ্যক করোনভাইরাস আক্রান্তেরও রেকর্ড হয়েছে। রবিবার ১,০১৪ আক্রান্ত পাওয়া গেছে, যার মধ্যে ৮০২ জন রাজধানী মাসকাট থেকে।

স্বাস্থ্যমন্ত্রী মতে, রমজান ও ঈদ জমায়েতের কারণে ওমানে করোনাক্রান্ত বেড়েছে।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড -১৯ পরীক্ষার জন্য এ পর্যন্ত ১০ লক্ষেরও বেশি নমুনা সংগ্রহ করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!