ওমানে করোনাভাইরাসে দ্বিতীয় মৃত্যু

ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুের ঘটনা ঘটলো। তিনি ৭২ বছর বয়সী একজন ওমানি নাগরিক এবং রাজধানী মাস্কাটের বাসিন্দা।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে “মন্ত্রণালয় করোনাভাইরাস (কোভিড -১৯) এর আক্রান্ত বাহাত্তর বছর বয়সী নাগরিকের মৃত্যুর ঘোষণা করছে।”

এর আগে মঙ্গলবার ওমান করোনাভাইরাসে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করেছিল। তিনিও ছিলেন ৭২ বছর বয়সী একজন ওমানি নাগরিক ।

Travelion – Mobile

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী ওমানে পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন মারা গেছেন এবং ৬১ জন সুস্থ হয়েছন।

অঞ্চলভিত্তিক, মাসকাটে সর্বোচ্চ ২০৭ জন আক্রান্ত হয়েছেন। তারপরে আল দাখিলিয়া ২১ জন, উত্তর বাতনা্হ ২০ জন, দক্ষিণ বাতনাহ ১৫ জন, মুসান্দাম ২ জন, আল ধাহিরাহ ২ জন, দক্ষিণ শারিকিয়াহ ১ জন, বুড়াইমি ১ জন, এবং ধোফার ৮ জন আক্রান্ত হয়েছেন।

জিসিসির মধ্য সৌদি আরবে এখন পর্যন্ত ২১ জন মারা গেছে, তারপরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ৮ জন, বাহরাইন ৪ জন, কাতার ৩ জন এবং ওমান ২ জন ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!