ওমানে করোনাক্রান্ত প্রবাসীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে

মধ্যপ্রাচ্যে দেশ ওমানে এ পর্যন্ত ১১ হাজার ১০৭ জন বিভিন্ন দেশের প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওমান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের কভিড ১৯ (করোনাভাইরাস)পরিস্থিতি সম্পর্কে প্রতিদিনের আপডেট সরবরাহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারাসুদ অ্যাপটিতে প্রকাশিত তথ্য থেকে এই পরিসংখ্যান ওঠে এসেছে।

মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত ওমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ৭ হাজার ৯১ জন ওমানি এবং বাকি ১১ হাজার ১০৭ জন প্রবাসী। রেকর্ড করা কেসের ৬১ শতাংশ প্রবাসী এবং ৩৯ শতাংশ ওমানি ।

Travelion – Mobile

এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা ৪ হাজার ১৫২ জনের মধ্যে ২ হাজার ৫০২ জন প্রবাসী এবং ১ হাজার ৬৫০ জন ওমানি। অন্যদিকে এ পর্যন্ত করোনা ভাইরাসে ৫৩ জন প্রবাসী এবং ৩০ ওমানি মারা গেছেন।

করোনায় আক্রান্ত ও মারা যাওয়া প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। কারন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি অনুসারে নাগরিক পরিচয় প্রকাশ করা হয় না।

এদিকে ভাইরাস প্রাদূর্ভাব রোধে মঙ্গলবার সুপ্রিম কমিটি জেবেল আকদার, জেবেল আখদার, মাসিরাহ এবং ধোফার প্রদেশে লকডাউন করার ঘোষণা দিয়েছে । সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার (১২ জুন) দুপুর ১২ থেকে ৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!