ওমানে করােনাভাইরাসে প্রথম মৃত্যু

মঙ্গলবার গভীর রাতে ওমানে করােনাভাইরাসে (কোভিড -১৯ ) প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। তিনি একজন ৭২ বছর বয়সী ওমানি নাগরিক। রাজধানী মাস্কটের বাসিন্দা তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইনে জারি করা বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) সুলতানিতে ৭২ বছর বয়সী নাগরিকের করোনভাইরাস (সিওভিড -১৯) আক্রান্ত প্রথম মৃত্যুর ঘটনা ঘোষণা করেছে।”

Travelion – Mobile

এর আগে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) করোনাভাইরাসে নিশ্চিত হওয়া ১৩ টি নতুন মামলার নিবন্ধকরণের ঘোষণা দেয়। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সর্বমোট সংখ্যা ১৯৮ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৩৪ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

জিসিসিতে সৌদি আরব এখনও পর্যন্ত ১০ জন মারা গেছে, তার পরে সংযুক্ত আরব আমিরাতে ৬ জন, বাহরাইন ৪ জন, কাতার ও ওমান একজন করে করোনাভাইরাসে মারা গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!